পাবনার সাঁথিয়ায় ১ হাজার ১ পিচ ইয়াবাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১২ পাবনা। বৃহস্পতিবার (৩ মার্চ) রাতেই সাঁথিয়া থানায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের হয়েছে।
শুক্রবার (৪ মার্চ) সকালে উভয়কে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে র্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি কিশোর রায়ের নেতৃত্বে এক অভিযান চালিয়ে উপজেলার গৌরিগ্রাম কবরস্থানের সামনে পাকা সড়কের বটগাছের নিচে থেকে ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হল- উপজেলার ইকর জানা গ্রামে আব্দুল মজিদের ছেলে সেলিম রেজা (৩৬), একই গ্রামের মৃত তাইজালের ছেলে সোহেল রানা (২৫)।
ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি কিশোর রায় বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ ইয়াবা নিজ হেফাজতে রেখে দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
এ সময় উপজেলার গৌরিগ্রাম (মধ্য পাড়া) গ্রামের ফজলুল হকের ছেলে শান্ত (২২) পালিয়ে গেলেও তার বিরুদ্ধে সাঁথিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
জাগরণ/আরকে