
কুষ্টিয়ায় মোটরসাইকেল ও বাইসাইকেলের সংঘর্ষে দুই চালক নিহত হয়েছে। এতে আরো ২ জন আরোহী আশঙ্কাজনক আহত অবস্থায় চিকিৎসাধীন। নিহতরা হলেন- মোটরসাইকেল চালক আকিব (২১) এবং বাইসাইকেল আরোহী সবুজ উদ্দিন (২৯)।
বৃহস্পতিবার (৩ মার্চ) রাত পৌনে এগারোটার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কুষ্টিয়া বিসিক শিল্পনগরীর মধ্যে কুমারগাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে আকিব তার মোটরসাইকেলে দুইজনসহ আরো দুটি মোটরসাইকেলে বন্ধুরা মিলে কুষ্টিয়া থেকে খাজানগর যাচ্ছিল। তারা কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কের কুমারগাড়ায় পৌছলে কিয়াম মেটাল থেকে কাজ শেষ করে বাইসাইকেল যোগে বাড়ি ফেরা সবুজের বাইসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে সড়কের উপর ছিটকে পড়ে তারা। পরে বন্ধুরাসহ স্থানীয়রা এসে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক আকিব ও সবুজকে মৃত ঘোষণা করেন।
তারা জানান, মোটরসাইকেল আরোহী আরো দুজনের অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে নিয়ে যাওয়া হয়েছে। নিহত মোটরসাইকেল চালক আকিব হোসেন কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর মাদরাসাপাড়ার শরিফুল ইসলামের ছেলে। সে পলিটেকনিক কলেজের শিক্ষার্থী। আর নিহত বাইসাইকেল আরোহী সবুজ উদ্দিন সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের মেটন গ্রামের মৃত শফি উদ্দিনের ছেলে। তিনি কিয়াম মেটাল কোম্পানিতে চাকরি করতেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম বলেন, মোটরসাইকেল-বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুজন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জাগরণ/আরকে