• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: মার্চ ৫, ২০২২, ১২:০২ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ৫, ২০২২, ১২:০২ পিএম

মিরসরাইয়ে খাদ্য সংকটে লোকালয়ে আসা দুই হরিণের মৃত্যু

মিরসরাইয়ে খাদ্য সংকটে লোকালয়ে আসা দুই হরিণের মৃত্যু

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে পণ্য সরবরাহের কাজে নিয়োজিত গাড়ি চাপায় দুটি হরিণের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

বৃহস্পতিবার (৩ মার্চ) রাতে উপজেলার সাহেরখালী ইউনিয়নের মঘাদিয়া ঘোনা এলাকায় উপকূলীয় বেড়িবাঁধের ওপর গাড়ি চাপায় স্পৃষ্ট মৃত হরিণ দুটি উদ্ধার করা হয়। খাদ্য ও পানির সংকটে উপকূলীয় বন থেকে লোকালয়ে ছুটে আসে মায়া হরিণ। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

শুক্রবার (৪ মার্চ) দুপুরে হরিণ দুটি উদ্ধার করে মাটিচাপা দেয় বন বিভাগের মিরসরাই উপকূলীয় রেঞ্জের কর্মকর্তারা।

উপকূলীয় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবদুল গফুর মোল্লা বলেন, বেড়িবাঁধের সড়কটি দিয়ে অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ কাজে ব্যবহৃত গাড়ি যাতায়াত করে। ওই গাড়ীগুলোর চাপায় স্পৃষ্ট হয়ে হরিণ দুটি মারা গিয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে শুক্রবার দুপুরে স্ত্রী হরিণ দুটি উদ্ধার করা হয়। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে হরিণ দুটি উদ্ধারের পর মাটিচাপা দেয়া হয়েছে। 

তিনি আরো বলেন, খাবার ও মিষ্টিপানির জন্য রাতে বন থেকে লোকালয়ে যাওয়া বা আসার পথে দুর্ঘটনাটি ঘটতে পারে। মারা যাওয়া (স্ত্রী) হরিণ দুটির বয়স ১০ বছর হবে।

জাগরণ/আরকে