উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘হেপাটাইটিস বি’ পরীক্ষা করতে গিয়েই চমকে গেলেন যুবক! একই সঙ্গে তিনি বিব্রত ও ক্ষুব্ধ। রক্তের নমুনা পরীক্ষার প্রতিবেদন মতে তিনি ‘অন্তঃসত্ত্বা’!
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বৃহস্পতিবার (৩ মার্চ) তাকে এ প্রতিবেদন দেওয়া হয়। ভুক্তবোগী সবুজ মিয়া (২৫) কুমিল্লার দাউদকান্দি উপজেলার বাসিন্দা।
ক্ষুব্ধ সবুজ বলেন, গত ১ মার্চ বিদেশ যাওয়ার প্রস্তুতির অংশ হিসেবে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হেপাটাইটিস বি পরীক্ষার জন্য রক্তের নমুনা দেই। রিপোর্টে বলা হয় আমি নাকি ‘অন্তঃসত্ত্বা’! এখন পর্যন্ত সেটি সংশোধনের ব্যবস্থাও করা হয়নি।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৌহিদ আল হাসান বলেন, হেপাটাইটিস বি পরীক্ষা করতে গিয়ে কোনো ছেলের অন্তঃসত্ত্বা পজিটিভ রিপোর্ট আসার কথা নয়। প্রতিবেদনটি দেখে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
প্রতিবেদনে সই করেছেন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনোলজিস্ট (ল্যাব) মো. মকবুল হোসেন জানান, এটা অনাকাঙ্খিত ভুল। প্রচণ্ড ভিড়ের কারণে এমনটা হয়েছে।
ইউএম