
দিরাই প্রতিনিধি
সুনামগঞ্জের দিরাই উপজেলার বরাম হাওরের চাতল বিল নামক জলমহালে বিষ দিয়ে বিভিন্ন প্রজাতির প্রায় ১০ লক্ষ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দিরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
শনিবার (৫ মার্চ) সকালে বিলের পানিতে অসংখ্য মরা মাছ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, দিরাই পৌর সদরের চন্ডিপুর গ্রাম সংলগ্ন চাতল বিল জলমহালটি ভাই ভাই মৎসজীবি সমবায় সমিতি ৬ বছরের ইজারা নিয়ে গত বছর থেকে মাছ চাষ শুরু করে।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও চাতল বিল জলমহালের চুক্তিভিত্তিক ইজারাদার উজ্জ্বল মিয়া বলেন, গত বছর ১৪ মন ও এ বছর মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আরো ১০ মন মাছের পোনা বিলে ছাড়া হয়েছে। পাইল বিল হওয়ায় একেকটি মাছ ৩/৪ কেজি ওজনের ছিল। শনিবার সকালে গিয়ে দেখি রুই, কাতল, বিগহেড, কার্ফুসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে বিলের পানিতে ভাসছে। লোকজন নিয়ে ৩/৪শ মরা মাছ একত্রিত করেছি। বেশীরভাগ মাছ ডিমওয়ালা ছিল। অনেক মরা মাছ এখনো পানিতে রয়েছে।
তিনি বলেন, ধারণা করছি এ পর্যন্ত অন্তত দশ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে। বিষক্রিয়া কাটাতে এখন আবার হাজার হাজার ওষুধ বিলের পানিতে দিতে হচ্ছে। আমাদের ক্ষতি করতেই বিষ প্রয়োগ করে এ ঘটনা ঘটিয়েছে প্রতিপক্ষ।
দিরাই থানার অফিসার ইনচার্জ মো. আজিজুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জাগরণ/আরকে