
কুমিল্লা সিটি করপোরেশন ( কুসিক) নির্বাচন অনুষ্ঠিত হবে মে মাসের শুরুতে। এ মাসের শেষ দিকে তফসিল ঘোষণা হতে পারে বলে বিশ্বত সূত্রে জানা গেছে। কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশনের (ইসি) প্রথম ভোট হতে যাচ্ছে কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক)। ইতোমধ্যে এই সিটির মেয়াদ শেষের দিকে। এ ক্ষেত্রে মে মাসের প্রথমদিকে কুসিকের নির্বাচন হতে পারে।
এদিকে কুসিক নির্বাচনের পরপরই হতে পারে জেলা পরিষদ নির্বাচন। সূত্রে জানা যায়, সদ্য বিদায়ী কে এম নূরুল হুদা কমিশনের সময়ে ২০১৭ সালের ৩০ মার্চ কুসিক নির্বাচন হয়েছিল। ঐ নির্বাচনের পর মে মাসের শুরুতে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল ১৭ মে। এক্ষেত্রে ভোটগ্রহণ করতে হবে ১৬ মে’র মধ্যে। নিয়ম অনুযায়ী, প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছর হচ্ছে মেয়াদ কাল।
জানা গেছে, বিদায়ী হুদা কমিশনও চেয়েছিলেন তাদের মেয়াদ শেষ হওয়ার আগে কুসিক নির্বাচন সম্পন্ন করতে। কিন্তু সিমানা সংক্রান্ত আইনি জটিলতা, কোভিড সংক্রমণসহ বিভিন্ন কারণে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন তারা। ওই কমিশন জেলা পরিষদ নির্বাচন করতে চাইলে সেটাও পারেনি।
ইসি সচিবালয় সূত্রে জানা গেছে, নতুন কমিশনের প্রথম বৈঠকেই কুসিক নির্বাচনের নথি উত্থাপনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে আইনি জটিলতা এখনও রয়েছে কিনা, সেটাও যাচাই করা হচ্ছে।
ইসি সচিবালয় মনে করে, ইসির প্রথম বৈঠকেই তফসিলের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। না হলে স্বল্প সময়ের ব্যবধানে আরেকটি বৈঠক করে বসে তফসিল ঘোষণা করা হবে।
এক্ষেত্রে মার্চ মাসের শেষদিকে তফসিল ঘোষণা হতে পারে। মে মাসের প্রথম দিকে কুসিকে ভোট গ্রহণের তারিখ নির্ধারণের বিষয়ে অতিরিক্ত সচিব অশোক কুমার বলেন, আপাতত মনে হচ্ছে কুমিল্লা সিটিই বর্তমান কমিশনের প্রথম ভোট হতে যাচ্ছে। আইনগত কোনো জটিলতা না থাকলে মে মাসের প্রথম দিকেই এই ভোট করতে হবে।
ইসির এই অতিরিক্ত সচিব বলেন, কুমিল্লা সিটির নির্বাচনের বিষয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে আগেই আমরা রিকুইজিশন পেযয়েছিলাম। তবে, আমাদের আরো একটু ইনকোয়েরির দরকার পড়েছে। এজন্য আমরা স্থানীয় সরকার বিভাগের কাছে আরেকটি চিঠি আশা করছি। রবিবার (৬ মার্চ) এ বিষয়ে তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছি। আশা করি, খুব শিগগিরই তা পেয়ে যাব।
জাগরণ/আরকে