• ঢাকা
  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: মার্চ ৬, ২০২২, ০১:১৮ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ৬, ২০২২, ১১:০২ পিএম

রাজশাহীতে ৩০ বছর পর সাজাপ্রাপ্ত ছেলে গ্রেপ্তার

রাজশাহীতে ৩০ বছর পর সাজাপ্রাপ্ত ছেলে গ্রেপ্তার

রাজশাহী চারঘাট সলুয়া গ্রামে পিতাকে খুনের ত্রিশ বছর পর ধরা পড়ল সাজাপ্রাপ্ত আসামি ছেলে আকছেদ আলী (৪০)। 

শনিবার (৫ মার্চ) চারঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যে এ তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম।

জানা গেছে,  রাজশাহী চারঘাট সলুয়া গ্রামে আকছেদ আলী তার পিতা মৃত মহসিনকে হত্যা করে গত ১৯৯১ সালের ডিসেম্বর মাসে। এ ঘটনায় আকছেদ আলীর বিরুদ্ধে ১৯৯২ সালের ১ জানুয়ারি চারঘাট থানায় একটি হত্যা মামলা হয়েছিল। দীর্ঘ তদন্ত শেষে ২০১৩ সালে বিভাগীয় স্পেশাল জজ আদালত নিজের পিতাকে হত্যার দায়ে আকছেদকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে। সাজা ঘোষণার পর থেকে সে পলাতক ছিল।

রাজশাহীর পুলিশ সুপারের দিকনির্দেশনায় চারঘাট থানার এএসআই রাজুসহ থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে শনিবার তাকে গ্রেপ্তার করে।

জাগরণ/আরকে