• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: মার্চ ৬, ২০২২, ০২:৫৭ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ৬, ২০২২, ০২:৫৭ পিএম

গফরগাঁওয়ে ইউএনও পরিচয়ে চাঁদা দাবি

গফরগাঁওয়ে ইউএনও পরিচয়ে চাঁদা দাবি

ময়মনসিংহের গফরগাঁওয়ে ইউএনও পরিচয় দিয়ে ভ্রাম্যমাণ আদালতের ভয় দেখিয়ে তিন ব্যবসায়ীর কাছে চাঁদা চাওয়া হয়েছে। 

শনিবার (৫ মার্চ) সন্ধ্যায় গফরগাঁও পৌর এলাকার তিনটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের কাছে চাঁদা দাবি করা হয়।

জানা যায়, শনিবার সন্ধ্যায় পৌরসভার কলেজ রোডের মা বেকারীর মালিক সাইফুল ইসলাম পায়েলে মুঠোফোনে কল আসে। এ সময় কলদাতা নিজেকে গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবিদুর রহমান পরিচয় দিয়ে বলেন, আপনার বেকারীতে আগামীকাল ডিসি স্যার এসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বেকারী সিলগালা করে দিবেন। এ থেকে বাঁচতে ৭০ হাজার টাকা চাঁদা দাবি করে দ্রুত বিকাশ নম্বরে প্রেরণ করতে বলেন। একইভাবে  একই নম্বর থেকে কলেজ রোডের মিষ্টি ঘরের মালিক টুটুল আনোয়ার ও ছোট বাজার এলাকার মিষ্টি ব্যবসায়ী মোজাম্মেলের কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে দ্রুত সময়ের মধ্যে বিকাশ করতে বলে। বড় অংকের টাকা দাবি করায় ফোন কল পেয়ে ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে মায়ামি ফুডের স্বত্বাধীকারী সাংবাদিক নাজমুল হক বিপ্লব ইউএনওর সঙ্গে যোগাযোগ করলে প্রতারণার বিষয়টি জানতে পারে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবিদুর রহমান বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির বিষয়ে অবহিত হয়েছি। কোনো ধরনের লেনদেন না করতে এবং ব্যবসায়ীদের সচেতন থাকার আহবান জানিয়েছেন এ কর্মকর্তা। তথ্য-প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় প্রতারক চক্রটিকে শনাক্তের চেষ্টা চলছে।

জাগরণ/আরকে