
লক্ষ্মীপুরে আব্দুর রহিম (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী বাসা চাপায় প্রাণ হারিয়েছে। এসময় আহত হন তার স্কুল পড়ুয়া ভাতিজি।
সোমবার (৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুর-রায়পুর আঞ্চলিক সড়ককের বাসাবাড়ি এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী আব্দুর রহিম রায়পুর উপজেলার চরমোহনা ইউনিয়নের (৪নং ওয়ার্ড) বাসিন্দা আলী হায়দারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুর রহিম তার স্কুল পড়ুয়া ভাতিজিকে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে স্কুলে নেয়ার পথে বাসাবাড়ি এলাকা পৌঁছলে খুলনাগামী শতাব্দী পরিবহণ (বাস) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় আব্দুর রহিমের। আহত অবস্থায় উদ্ধার করা হয় তার ভাতিজিকে। সে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া মৃত্যুর বিষয় নিশ্চিত করে বলেন, ঘাতক চালক পালিয়ে গেছে। বাস ও মোটরসাইকেল হাইওয়ে পুলিশ জব্দ করেছে।
জাগরণ/আরকে