
কক্সবাজারের রামুর দক্ষিণ মিঠাছড়ি থেকে সংঘবদ্ধ ইজিবাইক ছিনতাই চক্রের মূলহোতাসহ ৬ জনকে আটক করেছে র্যাব-১৫। এসময় ছিনতাইকৃত ইজিবাইক ও মোবাইল উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৮ মার্চ) সকালে ও বিকেলে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটকরা হল- মো. আরিফ, ছায়েদ, মূলহোতা শাহ জাহান, ফয়েজ আলম, রফিক উল্লাহ ও আনছার উল্লাহ। তারা সবাই রামু দক্ষিণ মিঠাছড়ির বাসিন্দা।
বিষয়টি সংবাদ সম্মেলনে র্যাব-১৫-এর অধিনায়ক লে. কর্ণেল খাইরুল ইসলাম সরকার জানান, বুধবার (২ মার্চ) রাতের বেলা চারজন ছিনতাইয়ের উদ্দেশ্যে ইজিবাইক ভাড়া করে। তাদের সঙ্গের অপর দুইজন চেইন্দা বাজার থেকে ইজিবাইকে উঠে। ইজিবাইক পানেরছড়া বাজার পার হওয়ার পর ছিনতাইকারী ছয় জন ড্রাইভার আবছার কামালকে রাস্তার পাশে গাছের সাথে বেঁধে রাখে এবং ড্রাইভারের মোবাইল, টাকা-পয়সা ও ইজিবাইক ছিনতাই করে পালিয়ে যায়। এই সংক্রান্ত বাদী উক্ত ইজিবাইক ছিনতাইয়ের বিষয়টি র্যাব-১৫ কে জানালে র্যাব বিষয়টি অত্যন্ত গুরত্বের সাথে বিবেচনা করে। পরে র্যাব সদস্যরা ওই এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।
তিনি আরো জানান, আটককৃতরা একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। ইতিপূর্বেও তারা এ ধরনের কাজে লিপ্ত ছিল। আটক শাহ জাহানের বিরুদ্ধে রামু থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।
জাগরণ/আরকে