গোয়াইনঘাট প্রতিনিধি
সিলেট গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে জাফলং বাজারের দুই হোটেল ব্যবসায়ীকে অভিযান পরিচালনা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৯ মার্চ) দুপুরে গোয়াইনঘাটের সহকারি কমিশনার (ভূমি) মো. তানভীর হোসেনের নেতৃত্বে জরিমানা করা হয়।
অভিযানে হোটেলে অনিরাপদ নদীর পানি ব্যবহার করার দায়ে দুটি হোটেলকে দুই হাজার করে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে গোয়াইনঘাট উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর রমজান আলী ও থানার এসআই আব্দুল আহাদ এবং বিজিবি সদস্যরা অংশ নেন।
এ ব্যাপারে গোয়াইনঘাটের সহকারি কমিশনার (ভূমি) তানভীর হোসেন জানান, জাফলং বাজারে অনিরাপদ পানি ব্যবহার করার কারণে দুই ব্যবসায়ীকে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি এই অভিযানের মাধ্যমে অন্য ব্যবসায়ীদেরও সতর্ক করা হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।