যশোরে বাঘারপাড়া উপজেলায় স্ত্রীকে মারধর করে তার ভ্রূণ নষ্ট করার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে ডিবির ওসি রুপণ কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (৯ মার্চ) যৌতুক না পেয়ে ওই ব্যক্তি নির্যাতন করেন বলে তার স্ত্রী অভিযোগ করেছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশে। তবে আহত ওই নারী যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহম্মেদ তারেক শামস জানান, ওই নারীর গর্ভপাত হয়েছে। এখন তার শারীরিক অবস্থা ভালো।
ডিবির ওসি রুপণ কুমার সরকার জানান, প্রায় ৭ মাস আগে তার বিয়ে হয় বাঘারপাড়ার মহিরন গ্রামের তহিদুর রহমানের সঙ্গে। তিনি আড়াই মাস আগে গর্ভধারণ করেন। ভুক্তভোগী নারীর অভিযোগ, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য তহিদুর তাকে মারধর করতেন। সর্বশেষ গত রোববার সকালে তার তলপেটে লাথি মারেন। রক্তক্ষরণ শুরু হলে স্থানীয়রা তাকে বাঘারপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার অভিযোগ পেয়ে বুধবার (৯ মার্চ) দুপুরে হাসপাতাল থেকে তহিদুরকে আটক করে পুলিশ।
ইউএম