• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: মার্চ ১২, ২০২২, ০১:১১ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ১২, ২০২২, ০৭:২২ পিএম

চট্টগ্রামের হকার্স মার্কেটে আগুন পুড়েছে ৫০ দোকান 

চট্টগ্রামের হকার্স মার্কেটে আগুন পুড়েছে ৫০ দোকান 

চট্টগ্রাম মহা নগরের কোতোয়ালি থানার গরীবের মার্কেট নামে পরিচিত জহুর হকার্স মার্কেটের মাঝখানের (মাঠ) দোকানগুলোর আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। আগুনে অন্তত ৫০টি দোকান পুড়ে গেছে।

শুক্রবার (১১ মার্চ) রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের আগ্রাবাদের নিয়ন্ত্রণকক্ষ।

এর আগে রাত সাড়ে ৯ টার দিকে আগুনের সূত্রপাত হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিস।

আগুন লাগার খবরে হকার্স মার্কেট ছাড়াও রিয়াজউদ্দিন বাজার, তামাকুমণ্ডি লেনসহ আশপাশের এলাকার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক আনিসুর রহমান বলেন, হকার্স মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। হতাহতের কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। মার্কেটের ভেতরে কেউ আটকে আছে কিনা খোঁজ নেয়া হচ্ছে। আগুনে অন্তত ৫০টি দোকান পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে। 

জহুর হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মো. ফজলুল আমিন জানান, শুক্রবার মার্কেট বন্ধ ছিল। দারোয়ানরা জানিয়েছেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। আনুমানিক ৪০-৫০টি দোকানের ক্ষয়ক্ষতি হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নেজাম উদ্দিন বলেন, ফায়ার সার্ভিস ও জনগণের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। শুক্রবার হওয়ার কারণে দোকনের মধ্যে কোন কর্মচারী না থাকায় কোন হতাহত হয়নি।

জাগরণ/আরকে