• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: মার্চ ১৩, ২০২২, ১০:২৭ এএম
সর্বশেষ আপডেট : মার্চ ১৩, ২০২২, ১০:২৭ এএম

গজারিয়ায় কিশোর হত্যায় গ্রেপ্তার ২

গজারিয়ায় কিশোর হত্যায় গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জের গজারিয়ায় মামলা রুজুর ১২ঘন্টার মধ্যে চাঞ্চল্যকর কিশোর হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১২ মার্চ) উপজেলার গুয়াগাছিয়া গ্রাম থেকে সকালে এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়।

তারা হল- মামুন (৪৫) এবং আলেহা বেগম (৪৫)।

বিকালে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রইছ উদ্দিন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টিম এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

মো: রইছ উদ্দিন আরো জানান, শুক্রবার (১১ মার্চ) রাত অনুমানিক ১২ টার সময় সময় গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের গুয়াগাছিয়া বসতবাড়ীর উঠানে কিশোর জান্নাত (১৬) কে আসামি মামুন (৪৫) পিতা হোসেন বেপারী ও আলেহা বেগমসহ (৪৫) আরো কয়েকজ মিলে মারধর করে। এ সময় কিশোর জান্নাতকে নৃশংসভাবে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানের হাড় ভেঙে জখম করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতেই মৃত্যুবরণ করে।

পরে জান্নাতের মা মোছা. সুমি বেগম বাদী হয়ে ঘটনার সাথে জড়িত আসামিদের বিরুদ্ধে গজারিয়া থানায় মামলা দায়ের করেন।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মামুন (৪৫), আলেহা বেগম (৪৫) কে গ্রেপ্তার করতে সক্ষম হয় গজারিয়া পুলিশ। 

আসামিরা পুলিশের জিজ্ঞাসাবাদে কিশোর জান্নাতকে মারধর করার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন গজারিয়া থানার ওসি মো: রইছ উদ্দিন। 

জাগরণ/আরকে