ডিমলা প্রতিনিধি
নীলফামারী জেলার ডিমলা উপজেলায় বৃহস্পতিবার (১৭ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ মার্চ) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বেলায়েত হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
দিবস সমূহের কর্মসূচির মধ্যে ১৬-১৭ মার্চ সন্ধ্যা পর্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশ্বাসিত এবং বেসরকারি ভবন/স্থাপনাসমূহে আলোকসজ্জায় সজ্জিত করণ। ১৭ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন। সকাল ৯টায় উপজেলা বিজয় চত্ত্বরে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলীসহ দিনব্যপী কর্মসূচি পালনের বিস্তারিত আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযুদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার সামছুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হালিম, ডিমলা মহিলা কলেজের অধ্যক্ষ মোকলেছুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, সমাজসেবা কর্মকর্তা নুরুন নাহার নুরি, ডিমলা রিপোর্টার্স ইউনিটির যুগ্ম আহবায়ক সাংবাদিক জাহাঙ্গীর রেজা, ডিমলা রিপোর্টার্স ক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক মো: আব্দুল হামিদ সরকার, প্রচার সম্পাদক রুহুল আমিন প্রমুখ।
জাগরণ/আরকে