
কাউখালী প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে পটকা মাছ খেয়ে অসুস্থ হয়ে এক জেলে মারা গেছেন। একই মাছ খেয়ে আরো ছয়জন জেলে অসুস্থ হয়ে পড়েছে। এর মধ্যে দুজন জেলে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
মারা যাওয়া জেলে হলেন- সুশীল দাস(৫০) সে বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের কদমবাড়ী গ্রামের রাম দাসের পুত্র।
বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দুজন হল রবীন্দ্র নাথ বিশ্বাস (৬০), হীরা লাল (৩২)। অসুস্থ অন্য জেলেরা হলেন সমিরন বিশ্বাস (৪০), সুমন (২৭), গৌতম (৩৮)। তাদের সকলের বাড়ি একই গ্রামে।
জেলে সমিরন বিশ্বাস জানান, তারা ১১ জেলে গত ৯ দিন ধরে সুন্দরবন খালে চাপা জাল দিয়ে মাছ শিকার করে তা শরনখোলা বিক্রি করে সোমবার (১৪ মার্চ) সকালে বানারিপাড়ার কদমবাড়ির উদ্দেশ্য রওনা দেন। পথিমধ্যে দুপুরে কাউখালীতে তাদের ইঞ্জিন চালিত নৌকা থামিয়ে ভাত এবং পটকা মাছ রান্না করে খাই। এর কিছুক্ষন পরই সুশীল, রবীন্দ্রনাথ, হীরা লালসহ সকলে অসুস্থবোধ করেন, অনেকে বমি করেন।
তিনি জানান, তারা দুপুর দেড়টার দিকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আসলে কর্তব্যরত চিকিৎসক সুশীল ও রবীন্দ্রনাথকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। দুপুর দু’টার দিকে বরিশাল নেবার পথে সুশিল রায় মারা যায়।
কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা: মো. মামুন হোসেন জানান, সুশীলকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি। পথে সে মারা যায়। পটকা মাছ বিষাক্ত, এ মাছ কারও খাওয়া উচিত না। এর চিকিৎসা নেই আমাদের এখানে নেই।
কাউখালী থানার ওসি বনি আমিন বলেন, এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আমরা মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি।
জাগরণ/আরকে