
পাঁচবিবি প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে চাকরি দেয়ার নামে মানুষের নিকট থেকে টাকা হাতিয়ে নেয়ায় এক প্রতারককে আটক করেছে পুলিশ।
রবিবার (১৩ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।
আটককৃত প্রতারক উপজেলার মোহাম্মদপুর গ্রামের লোকমান হোসেনের ছেলে মাসুদ রানা (৪৫)।
স্থানীয়রা জানান, মাসুদকে অনেক দিন যাবৎ এলাকায় দেখা যায়না। তবে তার বাড়িতে প্রায় বিভিন্ন এলাকার মানুষ এসে তার খোজ করে। এছাড়া বেশ কিছুদিন যাবৎ পুলিশও তার বাড়িতে আসে। চাকরি দেয়ার নামে নাকি অনেকের কাছ থেকে টাকা নিয়েছে।
টাকা দিয়ে দীর্ঘদিন পর ভুক্তভোগীরা চাকরি না পেয়ে টাকা ফেরতের জন্য মাসুদের বাড়িতে এসে তাকে না পেয়ে থানায় প্রতারনা মামলা করে।
বগুড়ার মালতীনগর এলাকার নুরুল ইসলামের ছেলে ইউনুস আলী বিপ্লব বলেন, ফায়ার সার্ভিসে চাকরি দেয়ার কথা বলে প্রায় ৩ বছর আগে আমার বাবার নিকট থেকে ৪ লক্ষ টাকা নেয়। এতদিন হয়ে গেল চাকরিও দেয়না টাকাও ফেরত দেয়না। মাসুদের মোবাইল ফোন বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগও করা যায়না।
বগুড়ার কলোনি এলাকার মিন্টুর ছেলে পারভেজও একই কথা বলেন, ফায়ার সার্ভিসে চাকরি দেয়ার কথা বলে ২ লক্ষ টাকা নেয়। বিপ্লব ও পারভেজ বলেন, মাসুদ টাকা নেয়ার সময় ব্যাংকের চেক আমাদেরকে দিয়েছিল।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, প্রতারক মাসুদ দীর্ঘদিন পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জাগরণ/আরকে