• ঢাকা
  • বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: মার্চ ১৫, ২০২২, ০২:৩১ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ১৫, ২০২২, ০২:৩১ পিএম

দোয়ারাবাজারে উত্যক্তকারীর ৬ মাসের জেল

দোয়ারাবাজারে উত্যক্তকারীর ৬ মাসের জেল

দোয়ারাবাজার প্রতিনিধি
সুনামগঞ্জ দোয়ারাবাজারে প্রবাসীর স্ত্রীকে উত্যক্ত করার অভিযোগে মোহাম্মদ আলী (২৯) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। 

সোমবার (১৪ মার্চ) গভীর রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ এ রায় দেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত যুবক মোহাম্মদ আলী (২৯) দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের কান্দাগাও গ্রামের মনির উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টায় মোহাম্মদ আলী চুপিসারে প্রবাসীর বাড়িতে গিয়ে তার স্ত্রীকে  অশালীন ভাষায় ইভটিজিং করেন। এতে আত্মীয় স্বজন ও উপস্থিত স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে তাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে হস্তান্তর করে।

দোয়ারাবাজার  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর জানান, উপজেলার বোগলাবাজার ইউনিয়নের কান্দাগাও গ্রামের মোহাম্মদ আলী পার্শ্ববর্তী তেরাকুড়ি গ্রামের দুবাই প্রবাসীর স্ত্রীকে  বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। পরে ওই নারীর বাড়িতে গিয়ে উত্যক্ত করলে প্রবাসীর আত্মীয় স্বজন মোহাম্মদ আলীকে আটক করে পুলিশে দেন। পুলিশ আহত অবস্থায় তাকে আটক করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরে মোবাইল কোর্টের মাধ্যমে আসামিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়। ওই আসামিকে সুনামগঞ্জ  কারাগারে পাঠানো হয়েছে।

জাগরণ/আরকে