
গৌরনদী প্রতিনিধি
দক্ষিণাঞ্চলের সর্ববৃহত ব্যবসায়ীক বন্দর জেলার গৌরনদী পৌরসভার টরকী বন্দর থেকে সোমবার (১৪ মার্চ) দুপুরে ছিনতাইয়ের সময় স্থানীয় জনতা নারী ও তার মেয়েকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে।
বন্দরের স্বেচ্ছাসেবক কমিটির সভাপতি সুজন হাওলাদার জানান, বন্দরের একটি ব্যাংক থেকে ২৬ হাজার টাকা উত্তোলন করে ফিরছিলেন এক নারী গ্রাহক। এসময় বন্দরের মাছ বাজার সংলগ্ন এলাকায় পৌঁছলে ব্যাংক কার্যালয় থেকে পিছু নেয়া বোরকা পরিহিত দুই নারী সাহায্যের জন্য টাকা উত্তোলন করা নারীর পথরোধ করে। একপর্যায়ে ওই দুই নারী ছিনতাইকারী কৌশলে ব্যাগ থেকে সমূদয় টাকা নিয়ে যায়। এসময় ভুক্তভোগী নারী চিৎকার শুরু করলে বন্দরের ব্যবসায়ীরা ধাওয়া করলে নারী ছিনতাইকারীরা টাকা ফেলে পালিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়। পরবর্তীতে আটককৃতদের থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে।
আটককৃত ওই দুই নারী জানান, তারা উজিরপুর উপজেলার ইচলাদী এলাকার বেঁদে বহরের বাসিন্দা। সম্পর্কে আটককৃতরা মা ও মেয়ে বলে পরিচয় দিয়েছেন।
গৌরনদী মডেল থানার ওসি তদন্ত হেলাল উদ্দিন বলেন, মঙ্গলবার (১৫ মার্চ) সকালে মামলায় বাদী না পেয়ে বেদে পল্লীর সরদারকে ডেকে মুচলেকা রেখে তাদের ছেড়ে দেয়া হয়েছে।
উল্লেখ্য, অতিসম্প্রতি উপজেলার বার্থী তারা মায়ের মন্দিরের বাৎসরিক পূজা অনুষ্ঠান চলাকালীন পূজারীদের ব্যবহৃত স্বর্ণালংকার ছিনতাইয়ের সময় বেঁদে বহরের এক নারী ছিনতাইকারীকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করা হয়েছিল।
জাগরণ/আরকে