• ঢাকা
  • শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১
প্রকাশিত: মার্চ ১৭, ২০২২, ০৫:৩৫ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ১৭, ২০২২, ০৫:৩৫ পিএম

পিরোজপুরে অস্ত্রসহ যুবক আটক

পিরোজপুরে অস্ত্রসহ যুবক আটক

পিরোজপুরের ভান্ডারিয়া থেকে পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ রাজিব (৩০) নামে এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। 

বৃহস্পতিবার (১৭ মার্চ) পুলিশ ধাওয়া করে তাকে আটক করে। আটক রাজিব বরগুনা সদর উপজেলার আমতলারপার এলাকার মোশারফের ছেলে।

ডিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোররাতে গোয়েন্দা পুলিশের একটি দল উপজেলার নদমুলা ইউনিয়নের চেয়ারম্যান বাড়ি এলাকার পাকা ব্রিজের উপর পৌছলে সেখানে থাকা এক যুবক দৌড়ে পালাবার চেষ্টা করে। এ সময় গোয়েন্দা পুলিশের সদস্যরা তাকে ধরে ফেলে। পরে তার দেহ তল্লাশি করে একটি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করে।

পিরোজপুর পুলিশের গোয়েন্দা শাখা (উত্তর) এর পরিদর্শক মো: জাকারিয়া জানান, গোয়েন্দা পুলিশের এস আই মো: দেলোয়ার হোসাইন জসিম বাদী হয়ে আটক রাজিবের বিরুদ্ধে ভান্ডারিয়া থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে।

এছাড়া তার বিরুদ্ধে বরগুনা সদর থানায় দুটি মাদক, নারী শিশু ১ এবং চারটি গুরুতর জখমসহ হত্যার চেষ্টার মামলা আদালতে বিচারাধীন আছে বলে জানা গেছে।

জাগরণ/আরকে