ঝালকাঠি সদর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা ও লেগুনার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪ জন।
শনিবার (১৯ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার নবগ্রাম-গাভারামচন্দ্রপুর সড়কের উদচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্বপন খান (৩৬) সদর উপজেলার দোগলচিড়া গ্রামের শাহআলম খানের ছেলে। সে পেশায় একজন অটোরিকশা চালক।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নবগ্রাম থেকে ছেড়ে আসা একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী স্বপন খান মারা যান। আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়।
দুর্ঘটনায় সড়কের ওপর গাছের গুড়ি ফেলে অবরোধ করে স্থানীয় এলাকাবাসী। এতে করে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করেন।
ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে গেছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জাগরণ/আরকে