• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২০, ২০২২, ০৪:০৫ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২০, ২০২২, ০৪:০৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইল ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। 

রবিবার (২০ মার্চ) দুপুরে র‌্যাব পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হল- জেলার আশুগঞ্জ উপজেলার মো: সাগর (২০), মো: বিজয় (১৯), মো: জনি মিয়া ও মো: শিবলী মাহমুদ (২৯)। 

এতে উল্লেখ করা হয়, শনিবার সন্ধ্যায় র‌্যাব ভৈরব ক্যাম্প, কিশোরগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ রেলষ্টেশন এর আশে পাশে অভিযান পরিচালনা করে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই করা ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। চক্রটি দীর্ঘদিন ধরে সাগরের নেতৃত্বে আশুগঞ্জ-ভৈরব রেলসেতুতে ওৎপেতে থেকে ছিনতাই চালিয়ে আসছিল। যাত্রীরা সেতু দিয়ে পারাপারের সময় মেঘনা নদীর প্রকৃতিক দৃশ্য মোবাইল ধারণ করার সময় ছিনতাইকারীরা আকষ্মিক ভাবে থাবা দিয়ে ও দেশীয় ধারালো অস্ত্র দিয়ে যাত্রীদের আঘাত করে মোবাইলগুলো ছিনতাই করত। পরে সেগুলো তারা মোবাইল মেকানিক মো: শিবলী মাহমুদসহ বিভিন্ন স্থানে বিক্রী করত। এ ঘটনায় মামলা হয়েছে। 

জাগরণ/আরকে