• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২১, ২০২২, ০৪:০৬ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২১, ২০২২, ০৪:০৬ পিএম

কুষ্টিয়ায় ট্রেন উঠতে যেয়ে নারীর মৃত্যু

কুষ্টিয়ায় ট্রেন উঠতে যেয়ে নারীর মৃত্যু

কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ রেলওয়ে জংশন স্টেশনে ট্রেনে উঠতে গিয়ে নিচে পড়ে এক নারী নিহত হয়েছে। 
সোমবার সকাল ১০টার সময় স্টেশনের ১ নম্বর প্লাটর্ফমে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ওই নারীর নাম জয়নব খাতুন (৫০)। তিনি কুষ্টিয়া সদর উপজেলার উত্তর মাগুরা গ্রামের বাসিন্দা আহাম্মদ আলীর স্ত্রী।

পোড়াদহ জংশনের স্টেশনমাস্টার শরিফুল ইসলাম বলেন, সকাল ১০টার কয়েক মিনিট আগে খুলনা থেকে ছেড়ে আসা কপোতাক্ষ ট্রেনটি স্টেশনের ১ নম্বর প্লাটফর্মে এসে দাঁড়ায়। ঠিক ১০টার দিকে ট্রেনটি রাজশাহীর উদ্দেশে চলা শুরু করলে জয়নব খাতুন নামের এক যাত্রী দ্রুত ট্রেনে ওঠার চেষ্টা করেন। এ সময় অসাবধানতাবশত তিনি প্লাটফর্ম ও ট্রেনের মাঝে পড়ে যান। এভাবে অন্তত ১০ হাত ট্রেন যাওয়ার পর ট্রেনটি থামে। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। 

রেলওয়ে পোড়াদহ থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজের আলী বলেন, রেললাইন থেকে লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য তার লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জাগরণ/আরকে