• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২৩, ২০২২, ০৯:১৪ এএম
সর্বশেষ আপডেট : মার্চ ২৩, ২০২২, ০৯:১৪ এএম

সোনারগাঁয়ে মাদক অভিযানে গ্রেপ্তার ৫

সোনারগাঁয়ে মাদক অভিযানে গ্রেপ্তার ৫

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক বিরোধী পৃথক দুটি অভিযানে ৫ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। 

সোমবার (২১ মার্চ) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা থেকে ঢাকা গামী মোটরসাইকেল আরোহী ও প্রাইভেটকারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

তাদের কাছ থেকে ৫০৭ বোতল ফেন্সিডিল ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় মাদক কারবারের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল জব্দ করে র‍্যাব। 

আটককৃতরা হলেন, মোঃ সাইফুল ইসলাম (৪৩), শাহিন আহমেদ (৩৫) ও রিফাত চৌধুরী (১৯) অপর অভিযানে মাহফুজুল করিম ভূঁইয়া (২৬) ও মোঃ শরিফুল ইসলাম (২৫) নামক আরো ২ জনকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। তারা প্রাইভেটকার ও মোটর সাইকেলের চালক এবং যাত্রীর ছদ্মবেশ ধারণ করে দীর্ঘদিন যাবৎ অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল ও গাঁজা পরিবহন করে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানায় তারা।

জাগরণ/আরকে