মোংলা বন্দর থেকে ইয়াবাসহ এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।
মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে মোংলা বন্দর কতৃপক্ষের বন্দর বিপনী মার্কেটে এক দোকানে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি দল অভিযান চালান। এসময় ওই দোকানের মালিক শিউলি বেগমের ছেলে আবদুল আলিমকে ৪৫ পিচ ইয়াবাসহ আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বাগেরহাটের পরিদর্শক মিলন বাবু বিষয়টি নিশ্চিত করে জানান, পানির ব্যবসার আড়ালে ওই দোকানে বিভিন্ন প্রকার মাদক বেচা- কেনা হয় এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
আটক আলিম বন্দর বিপনী মার্কেট এলাকার আলোচিত নারী নেত্রী শিউলি ইয়াসমিন ও বন্দরের ঠিকাদার দেলোয়ার হোসেনের ছেলে।
এদিকে বন্দরের বরাদ্ধকৃত প্লটে অবৈধ ব্যবসা করায় শিউলি ইয়াসমিনের নামে বরাদ্ধ দেয়া প্লট বরাদ্ধ বাতিল করেছে মোংলা বন্দরের সম্পত্তি শাখা। মোংলা বন্দর কর্তৃপক্ষের উর্ধ্বতন উপব্যবস্থাপক ডি এম রওশন আলী সাক্ষরিত প্লট বরাদ্ধ বাতিলের একটি চিঠি শিউলি ইয়াসমিনকে পাঠানো হয়।
মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক মিলন বাবু বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহনের জন্য আবদুল আলিমকে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।
জাগরণ/আরকে