
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর বিষপান করার খবর পাওয়া গেছে। এতে ঘটনাস্থলে গৃহবধূর মৃত্যু হয়।
বুধবার (২৩ মার্চ) উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাজিয়ার চর এলাকায় ঘটনাটি ঘটেছে। শিলখুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেজে, বুধবার সকালে স্বামী আব্দুল আলিমের (৫০) সাথে স্ত্রী রহিমা বেগম (৪২) এর ঝগড়া লাগে। ঝগড়ার এক পর্যায়ে রহিমা বেগম ঘরের দরজা বন্ধ করে ঘরে থাকা কীটনাশক (বিষ) পান করে।
পরিবারের অন্য সদস্যরা দরজা ভেঙ্গে ঘরে ঢুকে তাকে উদ্ধার করে হাসপাতালে আনার প্রস্তুতি নেওয়ার সময় রহিমা বেগম মারা যায়। মৃত রহিমা ২ সন্তানের জননী।
পরে এ সংবাদ শুনে স্বামী আব্দুল আলিমও সবার অজান্তে বিষ পান করে। স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বুধবার দুপুরে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে। পরে আব্দুল আলিম এর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, মুমূর্ষু অবস্থায় একজন বিষ খাওয়া রোগীকে জরুরী বিভাগে আনা হয়েছিল। অবস্থার অবনতি হলে প্রাথমি চিকিৎসা দিয়ে রোগীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, বিষপানে মৃত রহিমার লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। একটি ইউডি মামলা হয়েছে।
জাগরণ/আরকে