• ঢাকা
  • শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: মার্চ ২৬, ২০২২, ১০:৩৯ এএম
সর্বশেষ আপডেট : মার্চ ২৬, ২০২২, ১০:৩৯ এএম

দোয়ারাবাজারে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

দোয়ারাবাজারে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

দোয়ারবাজার প্রতিনিধি
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২৫ মার্চ) দিনব্যাপী  উপজেলা সদরের নৈনগাও, পান্ডারগাও ইউনিয়নের শ্রীপুর ও সুরমা ইউনিয়নের মহব্বতপুর বধ্যভূমির স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও মোমবাতি প্রজ্বলন করে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, দোয়ারাবাজার থানা প্রশাসনসহ নানা শ্রেণি পেশার মানুষ। পরে  বধ্যভূমি প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাংশু কুমার সিংহ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান তানভীর আশরাফী চৌধুরী বাবু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল খালেক, সুরমা ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম বীর প্রতীক, দোয়ারাবাজার সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ, পান্ডারগাও ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ প্রমুখ। 

আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা, উপজেলার সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জাগরণ/আরকে