• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: মার্চ ২৬, ২০২২, ১২:৫১ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২৬, ২০২২, ০৮:২৭ পিএম

ফরিদপুরে যথাযথ মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত

ফরিদপুরে যথাযথ মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত

ফরিদপুরে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। 

শনিবার (২৬ মার্চ) সকালের প্রথম প্রহরে শহরের গোয়ালচামটস্থ শহীদ স্মৃতিস্তম্ভে ৭১’রের যুদ্ধে শাহাদত বরণকারী শহীদদের প্রতি ফুলের শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়। 

এসময় শহিদদের স্মরণে একমিনিট নিরতা পালন ও তাদের আত্মার শান্তিকামনায় দোয়া করা হয়। পরে একে একে শহীদবেদীতে ফুলের শ্রদ্ধা জানান জেলা প্রশাসক, পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা কর্মী এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ। 

ফুল দিয়ে শ্রদ্ধা জানান ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্যের পক্ষে সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা, জেলা প্রশাসক অতুল সরকার, জেলা পুলিশ সুপার মো: আলিমুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সুবল চন্দ্র সাহা, সাধারন সম্পাদক সৈয়দ মাসুদ হোসেনসহ আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের নেত্রীবৃন্দ, পৌর মেয়র অমিতাভ বোস, ফরিদপুর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মাহবুব পিকুল। 

এছাড়াও জেলার বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও স্কুল-কলেজের পক্ষ থেকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহিদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। 

পরে জেলা প্রশাসনের আয়োজনে গোয়ালচামট শহিদ স্মৃতিফলক থেকে একটি স্বাধীনতা র‌্যালি বের হয়। র‌্যালীটি শহরের প্রধান সড়ক ঘুরে কোর্ট কম্পাউন্ডের স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।

গণকবরে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো, কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গের সংবর্ধনা, জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা এবং মহান মুক্তিযোদ্ধে শহিদদের আত্মার শান্তি কামনায় বিভিন্ন মসজিদে দোয়া, হাসপাতাল, জেলখানাসহ অসহায়দের মাঝে উন্নত খাবার পরিবেশনসহ নানা আয়োজনে দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কমীসূচী পালিত হয়।

জাগরণ/আরকে