• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২৮, ২০২২, ১০:৪৮ এএম
সর্বশেষ আপডেট : মার্চ ২৮, ২০২২, ১০:৪৮ এএম

মিরসরাইয়ে আগুনে বসতঘর পুড়ে ছাই

মিরসরাইয়ে আগুনে বসতঘর পুড়ে ছাই

মিরসরা প্রতিনিধি
মিরসরাইয় উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকার ইসলাম চৌধুরীর বাড়িতে আগুনে পুড়ে ছাই হয়েছে ৬টি বসতঘর। এতে নগদ টাকাসহ প্রায় ৭০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্থরা।

শনিবার (২৬ মার্চ) বিকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস ও স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থরা হলেন, আবুল হোসেন, রবিউল হোসেন ও জাকির হোসেন।

ক্ষতিগ্রস্থ আবুল হোসেন জানান, শনিবার বিকালে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এসময় আসবাবপত্র, স্বর্ণালঙ্কার ও প্রয়োজনীয় কাগজসহ প্রায় ৭০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং ৮টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। 

মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তাধীন।

জাগরণ/আরকে