• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১
প্রকাশিত: মার্চ ২৮, ২০২২, ১২:১১ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২৮, ২০২২, ১২:১১ পিএম

ইন্দুরকানীতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

ইন্দুরকানীতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

ইন্দুরকানী প্রতিনিধি
পিরোজপুরের ইন্দুরকানীতে মসজিদে যোহরের নামাজ পড়ার সময় মো: সেকেন্দার আলী হাওলাদার (৮৫) নামে সাবেক এক ইউপি সদস্যর মৃত্যু হয়েছে। 

রবিবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার টগড়া কামিল মাদরাসা সংলগ্ন মসজিদে যোহরের নামায পড়ার সময় এ ঘটনা ঘটে। তিনি উপজেলার পাড়েরহাট ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ছিলেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান শাওন এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মত রবিবার দুপুরে নামাজ পড়তে তিনি স্থানীয় পশ্চিম টগড়া মল্লিক বাড়ি জামে মসজিদে যান। জোহরের ফরজ নামাজ আদায় শেষে সুন্নত নামাজ পড়ার সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন। এসময় স্থানীয় মুসল্লিরা সাথে সাথে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্তান্ত ছিলেন। এর আগে তিনি স্ট্রোক করেছিলেন বলে জানা গেছে।

তার স্ত্রীসহ চার ছেলে এবং দুই মেয়ে রয়েছে। সোমবার (২৮ মার্চ) সকাল ৯ টায় টগড়া কামিল মাদরাসা সংলগ্ন মসজিদে জানাজার নামাজ শেষে মাদাসার কবরস্থানে তাকে দাফন করা হয়। 

জাগরণ/আরকে