• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১
প্রকাশিত: মার্চ ২৮, ২০২২, ০১:৫৬ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২৮, ২০২২, ০৭:৫৭ পিএম

কাউখালীতে খাদ্য সহায়তা পেল ২৫০ পরিবার

কাউখালীতে খাদ্য সহায়তা পেল ২৫০ পরিবার

কাউখালী প্রতিনিধি
পিরোজপুরের কাউখালী উপজেলায় ৩৩৩ নম্বরে কল করে খাদ্য সহায়তা পেয়েছে ২৫০ কর্মহীন-অসহায় পরিবার। 

সোমবার (২৮ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এসব পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। 

কাউখালী উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. খালেদা খাতুন রেখা কর্মহীনদের হাতে এসব খাদ্যসামগ্রী তুলে দেন। খাদ্য সহায়তার মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবণ।

কাউখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জি.এম সাইফুল ইসলাম জানান, উপজেলার ৫ ইউনিয়নে খাদ্য সংকটে পড়া পরিবারের অনেকেই ৩৩৩ কল দিয়ে খাদ্য সহায়তা চেয়ে আবেদন করেন। এ আবেদন মধ্যে থেকে যাচাই-বাছাই করে সোমবার ২৫০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়। 

উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের (ডিপিএম) বাস্তবায়নে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

জাগরণ/আরকে