• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: মার্চ ৩০, ২০২২, ১০:২৬ এএম
সর্বশেষ আপডেট : মার্চ ৩০, ২০২২, ১০:২৬ এএম

মোংলায় শ্রমিক হত্যার আসামি গ্রেফতার

মোংলায় শ্রমিক হত্যার আসামি গ্রেফতার

তালাক দেওয়া স্ত্রীকে বিয়ে করায় ক্ষিপ্ত হয়ে মোংলার ছাড়াবাড়ী এলাকার বাসিন্ধা শ্রমিক শাহীনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনার আসামি মারুফকে খুলনার কয়রা থেকে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গবার (২৯ মার্চ) কয়রা থেকে মোবাইল ফোনে বিকাশে আত্বীয়ের কাছে টাকা চায় মারুফ। এরপর ওই ফোনের স্থান চিহ্নিত করে কয়রা থানা পুলিশের সহায়তায় এসআই রেজার নেতৃত্বে মোংলা থানা পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। 

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে কয়রা থানা পুলিশের হেফাজতে রেখে মারুফকে সকল আইনী প্রক্রীয়া শেষে বুধবার মোংলা থানায় আনা হয়। ধারনা করা হচ্ছে ভারতে পালাতে কয়রায় আত্বীয়ের বাড়িতে অবস্থান নেয় মারুফ। 

পুলিশের হাতে আটক মারুফ খুলনা জেলার কয়রার আব্দুর রশিদের ছেলে। সে পৌর শহরের  ছাড়াবাড়ি এলাকায় ভাড়া থাকতো।  পেশায় একজন কাঠমিস্ত্রী ছিল। 

ছুরিকাঘাতে নিহত  শাহীন (৩৫)  ছাড়াবাড়ি এলাকার একরামুল হকের ছেলে। মারুফ ও নিহত শাহিনের মধ্যে এক সময় খুবই বন্ধুত্ব ছিল। মারুফের তালাক দেয়া স্ত্রীকে শাহিন বিয়ে করলে তাদের মধ্য শত্রু তা শুরু হয়। এর জেরে সোমবার (২৮ মার্চ) রাত ৮ টার সময় পেটে ছুরিকাঘাত করে। এরপর হাসপাতালে নেয়ার পথে শাহিনের মৃত্যু হয়।


জাগরণ/আরকে