• ঢাকা
  • সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১
প্রকাশিত: মার্চ ৩০, ২০২২, ০৪:৪০ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ৩০, ২০২২, ০৪:৪০ পিএম

সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ

সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ

সেন্টমার্টিনগামী সব পর্যটকবাহী জাহাজ শুক্রবার (২ এপ্রিল) থেকে চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। 

বুধবার (৩০ মার্চ) টেকনাফ-সেন্টমার্টিন রুটে চলাচলকারী পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (স্কুয়াব) সভাপতি তোফায়েল আহমেদ এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত সময়টাকে পর্যটন মৌসুম হিসেবে ধরা হয়। মূলত মার্চের পর থেকে তীব্র গরম ও সাগর উত্তাল হওয়ায় প্রতিবছর এপ্রিল থেকে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ করে দেয়া হয়। এবছরও তা করা হয়েছে। তবে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচলের প্রশাসনের অনুমতি আছে ৩০ মার্চ পর্যন্ত। কিন্তু ২ এপ্রিল পর্যন্ত কিছু পর্যটক সেন্টমার্টিনে রাত্রিযাপন করবেন। তাই তাদের আনার জন্য ওইদিন পর্যন্ত জাহাজ চলাচলের সিদ্ধান্ত হয়েছে।

তোফায়েল আহমেদ জানান, শুক্রবার সেন্টমার্টিন থেকে ফেরার সময় প্রতিটি জাহাজে দ্বীপের আবর্জনা টেকনাফে আনা হবে। এরপর এসব আবর্জনা টেকনাফের বিভিন্ন এলাকায় মাটিতে পুঁতে ফেলা হবে। এরপর অক্টোবর পর্যন্ত টানা ৭ মাস এই দ্বীপে পর্যটকদের যাতায়াত বন্ধ থাকবে।

উপজেলা প্রশাসন সূত্র মতে, পর্যটক পারাপারে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে ১০টি জাহাজ চলাচল করে। বর্ষা মৌসুম ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বঙ্গোপসাগর উত্তাল থাকে বিধায় উপজেলা প্রশাসন এসব জাহাজ চলাচল বন্ধ রাখে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী জানান, বুধবার থেকে জাহাজ চলাচল বন্ধের নির্দেশ থাকলেও আরো দুইদিন বাড়ানো হয়েছে। মূলত জাহাজে করে দ্বীপের আবর্জনা গুলো টেকনাফে নিয়ে আসা হবে। সে জন্য দুইদিন সময় বাড়ানো হয়েছে। 

জাগরণ/আরকে