• ঢাকা
  • সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১
প্রকাশিত: মার্চ ৩১, ২০২২, ০৩:৪৩ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ৩১, ২০২২, ০৩:৪৩ পিএম

ফটিকছড়িতে দুই বাল্য বিবাহ বন্ধ করল প্রশাসন

ফটিকছড়িতে দুই বাল্য বিবাহ বন্ধ করল প্রশাসন

ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৪নং ও ৫নং ওয়ার্ডে একই দিনে দুই বাল্যবিবাহ বন্ধ করা করেছে উপজেলা প্রশাসন।  

বুধবার (৩০ মার্চ) রাতে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আলমগীর অভিযান পরিচালনা করে বাল্যবিবাহ দুটি বন্ধ করেন।

এ সময় মো: সেলিমের কন্যা উর্মি আকতার (১৬) ও প্রবাসী মো: ইউনুসের কন্যা সায়মা আকতার (১৫) প্রাপ্ত বয়স্ক না হওয়ায় বিয়ে দুটি বন্ধ করে দেয় প্রশাসন। এ সময় ওই দুই কন্যার পিতাদের কাছ থেকে তাদের কন্যা পূর্ণ বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না মর্মে মুচলেকা নেয়া হয়।

সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আলমগীর জানান, কাঞ্চননগর ইউনিয়নের ৪নং ও ৫নং ওয়ার্ডে দু'টি বাল্য বিয়ে আয়োজন করা হচ্ছে, এমন খবরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্যবিয়েগুলো বন্ধ করা হয়। 

বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসনের কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ৷

এ সময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন ফটিকছড়ি থানার এ এস আই হাবিবুর রহমান ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

জাগরণ/আরকে