• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১, ২০২২, ০৪:২০ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১, ২০২২, ০৪:২০ পিএম

মহেশপুরে স্বর্ণেরবারসহ চোরাকারবারি আটক

মহেশপুরে স্বর্ণেরবারসহ চোরাকারবারি আটক

মহেশপুর প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে ৯৯ স্বর্ণেরবারসহ ইব্রাহিম হোসেন (২৫) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। 

শুক্রবার (১ এপ্রিল) সকালে যাদবপুর ইউপির জলুলী বটতলা থেকে তাকে আটক করা হয়। আটক ইব্রাহিম মহেশপুর উপজেলার  নাটিমা ইউপির জাগুসা  গ্রামের আব্দুল লতিফের ছেলে।

৫৮ বিজিবির লেফটেন্যান্ট কর্নেল শাহিন আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মটরসাইকেল আরোহী ইব্রাহিমকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশী করে ৯৮ ছোট ও ১ বড় স্বর্ণের বার উদ্ধার করা হয়। ১২ কেজি ওজনের এই স্বর্ণ তিনি ঝিনাইদহে পাচার করছিলেন। আটককৃতের বিরুদ্ধে মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।  

জাগরণেআরকে