• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২, ২০২২, ০৪:৩৭ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২, ২০২২, ০৪:৩৭ পিএম

মহেশখালীতে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

মহেশখালীতে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর মাতারবাড়ি বন্দর চ্যানেলের মুখে টাগশীপ ডুবির ঘটনায় নিখোঁজ চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা। নিহত চীনা নাগরিকের নাম জিয়াং হং চেন।

শনিবার (২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে নির্মিতব্য মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প সংলগ্ন চ্যানেলের মুখ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জিয়াং হং চেন মাতারবাড়ি সমুদ্রবন্দরের নির্মাণকাজে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমান জানান, বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন চ্যানেলের মুখে টাগশীপ ডুবির ঘটনা ঘটে। এরপর থেকে নিখোঁজ ছিলেন চীনা নাকরিক জিয়াং। দীর্ঘ উদ্ধার তৎপরতার পর শনিবার দুপুরে মরদেহ উদ্ধার করে কোস্টগার্ডের ডুবরীরা। 

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আশিক ইকবাল বলেন, মরদেহ উদ্ধারের খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

জাগরণ/আরকে