• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ৩, ২০২২, ১১:২৯ এএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৩, ২০২২, ১১:২৯ এএম

বরিশালে ডাকাতের হামলায় আহত ২

বরিশালে ডাকাতের হামলায় আহত ২

বরিশাল নগরীর রুপাতলীর আদর্শ সড়ক এলাকায় প‌রিবারের সবাইকে বাথরুমে বেঁধে রেখে একদল ডাকাত মালপত্র লুট করে নিয়েছে বলে খবর পাওয় গেছে। 

শ‌নিবার ভোরে এই ঘটনা ঘটে। ডাকাতদের হামলায় দুইজন মারাত্মক আহত হয়েছেন। আহতরা হলেন, আজিজ ম‌ল্লিক রাসেল ও তার স্ত্রী না‌সিমা আক্তার। তাদেরকে শের-ই বাংলা মে‌ডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের ভ‌র্তি করা হয়েছে। 

আহত আজিজ ম‌ল্লিক রাসেলের বোন কা‌নিজ ফাতেমা বলেন, ভোররাতের দিকে ৭-৮ জনের এক‌টি ডাকাত দল বা‌ড়ির কলাপসিবল গেট ভে‌ঙে ধারা‌লো অস্ত্র নিয়ে ঘরে প্রবেশ করে। ডাকাত দল আমার ভাই আজিজ ও তার স্ত্রী না‌সিমাকে মারধর করে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখে। পরে আজিজ ও না‌সিমাসহ তাদের সন্তান লা‌মিয়াকে বেঁধে বাথরুমে আটকে রাখে।

এরপর ডাকাত দল পুরো ঘরজুড়ে লুটপাট চালায়। ৩ ভ‌রি স্বর্ণালংকার, নগদ ৫ হাজার টাকাসহ আরও অনেক মালামাল লুট করে। একপর্যায়ে আমার ভাইয়ের ডাক-চিৎকারে আশপাশের লোক এসে তাদের উদ্ধার করে।

তি‌নি বলেন, আজিজ ও না‌সিমাকে রক্তাক্ত অবস্থায় ব‌রিশাল শেবাচিম হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভ‌র্তি করা হয়েছে। তারা সেখানে চি‌কিৎসাধীন রয়েছেন।

ব‌রিশাল কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম বলেন, ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। ঘটনাটি আমরা তদন্ত করে দেখছি। জড়িতদেরকে গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।

জাগরণ/আরকে