• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ৪, ২০২২, ০৪:৪৬ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৪, ২০২২, ১১:২৪ পিএম

নেত্রকোনায় ভারতীয় মালামাল জব্দ

নেত্রকোনায় ভারতীয় মালামাল জব্দ

নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার ধোবাউরা এলাকার সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে প্রায় ১৫,২৬,৩২০/-লাখ টাকার ভারতীয় খাদ্য সামগ্রীসহ অন্যান্য মালামাল জব্দ করেছেন।

সোমবার (৪ এপ্রিল) গভীর রাতে নেত্রকোনার বিজিবি এ অভিযান পরিচালনা করেন।

নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১বিজিবি)’র অধিনায়ক লে: কর্নেল এএসএম জাকারিয়া সোমবার দুপুরে লিখিত এক প্রেস বিজ্ঞপ্তীর মাধ্যমে জেলার গণমাধ্যমকর্মীদের জানান- নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধীনস্থ ময়মনিসংহ জেলার ধোবাউরা উপজেলার দক্ষিন মাইজপাড়া ইউনিয়নে অবস্থিত চারুয়াপাড়া বিওপি হতে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো: মমিনুল ইসলাম এর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টহল দল কর্তৃক সীমান্ত পিলার হতে আনুমানিক ১.৫ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে গোসাইপাড়া নামক স্থানে টহল কার্যক্রম পরিচালনা করে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ভারতীয় হেপাটাইটিস-বি, ভেক্সিন -১০০০ পিস, শাড়ি-১৯ পিস, থ্রিপিস-০৬ পিস, কারেন্ট জাল -১৬০ পিস, কিটকাট চকলেট-৬৭২ পিস জব্দ করা হয়।

বিজিবি’র অধিনায়ক আরো জানান- যার আনুমানিক মূল্য পনের লাখ ছাব্বিশ হাজার তিনশত বিশ টাকা। জব্দকৃত চোরাচালানী মালামাল নেত্রকোনা কাষ্টমস অফিসে জমা করা হয়েছে।

জাগরণ/আরকে