• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ৫, ২০২২, ০৩:৩১ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৫, ২০২২, ০৩:৩১ পিএম

চট্টগ্রামে একদিনেই ১০৭ জন ডায়রিয়ায় আক্রান্ত

চট্টগ্রামে একদিনেই ১০৭ জন ডায়রিয়ায় আক্রান্ত

চট্টগ্রামের ১৫ উপজেলায় একদিনেই ১০৭ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে এ তথ্য জানিয়েছেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া। এর আগে সোমবার সর্বশেষ ১১২ জন আক্রান্ত রোগীর কথা জানিয়েছিল স্বাস্থ্য বিভাগ। 

এদিকে ডায়রিয়া রোগীর চাপ সামলাতে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। ডায়রিয়া আক্রান্ত রোগীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বলেন, গত ২৪ ঘণ্টায় ডায়রিয়া আক্রান্ত হয়ে উপজেলা পর্যায়ে আরও ১০৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আক্রান্ত রোগীদের চিকিৎসায় আমাদের কোনো ত্রুটি নেই।

জাগরণ/আরকে