• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ৬, ২০২২, ১১:২৩ এএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৬, ২০২২, ১১:২৩ এএম

দুমকিতে অটো বাইকের ধাক্কায় শিশু আহত  

দুমকিতে অটো বাইকের ধাক্কায় শিশু আহত  

দুমকি প্রতিনিধি
পটুয়াখলীর দুমকিতে মারিয়া আক্তার(০৬) নামের এক শিশু অটো বাইকের সাথে ধাক্কায় গুরুতর আহত হয়েছে। 

শিশুটি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউনুস খানের ছেলে ডাব বিক্রেতা মো: মুসা খানের মেয়ে। 

পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মত মঙ্গলবার (৫ এপ্রিল) বিকেল ৫ টার দিকে অন্যান্য শিশুদের সাথে বাড়ির আঙিনায় খেলতে ছিল। বাড়ির মধ্যে একটি অটো গাড়ি আসলে তাতে চড়ে বাড়ির সামনে মেইন রোডে চলে আসে। এরপর সে রাস্তা পার হতে গিয়ে বিপরীত দিক থেকে আরেকটি অটো গাড়ি দেখে দৌড় দেয়। এতে গাড়িটির সাথে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলে। এতে মাথায়, পেটে, বুকে ও শরীরের অন্যান্য জায়গায় আঘাত পায়। 

সেই অটো বাইকে করেই প্রথমে ল্যূথারান হেলথ কেয়ারে নিয়ে গেলে অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত ডাক্তার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে বলে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা এখন আশংকাজনক।

শিশুটির দাদা ইউনুস খান জাগরণকে বলেন, আমি বোরো ধানের ক্ষেতে কাজ করতে ছিলাম। হঠাৎ আমার মেয়ের নাতি দৌড়ে গিয়ে বলে মারিয়া অটোতে আহত হয়েছে। সাথে সাথে আমি দৌড়ে চলে আসি।

জাগরণ/আরকে