
চকলেটের প্রোলোভন দেখিয়ে সাভার থানার কনফারেন্স রুমে ৯ বছরের শিশুকে বলাৎকারের ঘটনা ঘটেছে। এঘটনায় শেখ রুস্তম আলী (৫৫) নামের এক থানার ঝাড়ুদারকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে হাজতে পাঠিয়েছে পুলিশ।
মঙ্গলবার (৫ এপ্রিল) রাত ৮ টার দিকে বলাৎকারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নবী হোসেন। এর আগে ২৯ মার্চ বিকেলে সাভার মডেল থানার কনফারেন্স রুমে এ ঘটনা ঘটে। এঘটনায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।
অভিযুক্ত শেখ রস্তম আলী রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার আরকান্দি গ্রামের নুরু আলীর ছেলে। তিনি দীর্ঘ ১৫ বছর যাবৎ সাভার থানার ঝাড়ুদার হিসেবে কাজ করতেন।
ভুক্তভোগী পরিবার জানায়, সাভার মডেল থানা এলাকায় ৯ বছরের শিশু শিক্ষার্থী পরিবারের সাথে থেকে বসবাস করে আসছিল। ওই শিশু গত ২৯ মার্চ বিকেলে থানার পাশে ঘোরাঘুরি করলে চকলেট খাওয়ার প্রলোভন দেখিয়ে সাভার মডেল থানার কনফারেন্স রুমে নিয়ে যায় থানার ঝাড়ুদার শেখ রুস্তম আলী। পরে সেখানেই তাকে জোরপূর্বক বলাৎকার করে। ওই শিশু বাসায় গিয়ে পরিবারকে ঘটনা খুলে বললে রাতেই অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর মা। পরে অভিযুক্তকে গ্রেফতার করে রিমান্ড চেয়ে পর দিন আদালতে পাঠায় পুলিশ। শুনানী শেষে আদালত তাকে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে আবার তাকে আদালতে পাঠালে জেল হাজতে পাঠান বিচারক।
এব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নবী হোসেন বলেন, আসামিকে ১ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে আবার আদালতে পাঠানো হয়। আদালত শুনানী শেষে জেল হাজতে প্রেরণ করেন।
জাগরণ/আরকে