• ঢাকা
  • বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ৬, ২০২২, ০৩:৩২ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৬, ২০২২, ০৩:৩২ পিএম

বালতিতে কাটছে প্রতিবন্ধী শিশুর জীবন

বালতিতে কাটছে প্রতিবন্ধী শিশুর জীবন

হোসেনপুর প্রতিনিধি
বালতিতে বসে মানবেতর জীবন কাটছে কিশোরগঞ্জের হোসেনপুরে হতদরিদ্র শারীরিক ও বাক-প্রতিবন্ধী শিশু রমজান। তার বয়স ৬। একটি হুইল চেয়ার পেলে সুস্থ ও স্বাভাবিক দিনাতিপাত করতে পারতো। তাই একটি হুইল চেয়ার পাওয়ার জন্যে হতদরিদ্র পিতা-মাতা সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

প্রতিবন্ধী শিশু রমজান উপজেলার আড়াইবাড়ীয়া ইউনিয়নের ধূলজুরী গ্রামের দুদু মিয়া ও জেসমিন দম্পতির একমাত্র ছেলে।

সরেজমিনে জানা যায়, রমজানের মা জেসমিন আক্তার জানান, অন্য শিশুরা যখন খেলাধুলা আর হইহুল্লোরে ব্যস্ত, তখন প্রতিবন্ধী রমজানকে একটি বালতির ভিতর বসিয়ে রেখে দৈনন্দিন কাজকর্ম করতে হয় আমার। এভাবেই প্রতিদিন বাড়ির আঙ্গীনায় অন্য শিশুদের দিকে অপলক দৃষ্টিতে চেয়ে চেয়ে দিন কাটে তার।

তিনি আরও বলেন, হতদরিদ্র পিতার স্বল্প আয় দিয়ে সংসারের খরচ চালিয়ে আর হুইল চেয়ার কেনা হয়ে উঠেনি এখনও। তাই ছেলের জন্য একটি হুইল চেয়ারের মানবিক আকুতি জানিয়েছেন মা জেসমিন।

জাগরণ/আরকে