
ঢাকার দোহারে কুতুবপুর নৌ পুলিশের অভিযানে অবৈধ কারেন্ট জাল ও জাটকাসহ ১০ জেলেকে আটক করা হয়েছে।
বুধবার (৬ এপ্রিল) উপজেলার পদ্মানদীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটককৃত ৯ জেলেকে অর্থদণ্ড দেয়া হয় এবং আটক হওয়া ১ জেলের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, উপজেলার কুতুবপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শামছুল আলমের নেতৃত্বে দোহারের পদ্মা নদীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে জাটকা ইলিশ ধরার অপরাধে ১০ জেলেকে আটক করা হয়। একই সময় ১৫০০ মিটার কারেন্ট জাল ও ৪০ কেজি জাটকা মাছ জব্দ করা হয়। জব্দকৃত জাটকা ইলিশ স্থানীয় এতিমখানা মাদরাসায় বিতরণ করা হয়েছে।
দোহারের কুতুবপুর নৌ-ফাঁড়ির ইনচার্জ মো. শামছুল আলম বলেন, মা ইলিশ রক্ষায় পদ্মা নদীতে নৌ-পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জেলেরা যাতে নদীতে অবৈধ কারেন্ট জাল ও জাটকাসহ মাছ শিকার করতে না পারে, তার জন্য নৌ-পুলিশ সার্বক্ষনিক টহল দিয়ে যাচ্ছে।
জাগরণ/আরকে