চট্টগ্রাম ওয়াসার চলমান স্যুয়ারেজ প্রকল্পের কাজে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
চট্টগ্রামের যুগ্ম জেলা জজ, ৩য় আদালতের বিচারক নুশরাত জাহান এ আদেশ দেন। আদালতে উপস্থিত হয়ে শুনানীতে অংশ না নেয়া পর্যন্ত কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।
সৈয়দ মুহাম্মদ এনামুল হক মুনিরী নামে একজনের দায়ের করা মামলায় আদালত এই নিষেধাজ্ঞার আদেশ দেন। ওই মামলা চট্টগ্রাম ওয়াসা, জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডকে বিবাদী করা হয়।
বাদী পক্ষের আইনজীবী ব্যারিষ্টার আফরোজা আকতার বলেন, স্যুয়ারেজ প্রকল্পের কাজ করা হচ্ছে জায়গা অধিগ্রহণ না করেই। এটার বিরুদ্ধে এনামুল হক মুনিরী মামলা করেন। মামলার শুনানীতে বিবাদী পক্ষ উপস্থিত ছিলেন না। এ অবস্থায় সোমবার (৪ এপ্রিল) আদালত কাজে নিষেধাজ্ঞা জারি করেছেন। যতদিন বিবাদী পক্ষ আদালতে উপস্থিত হয়ে শুনানীতে অংশ না নিবেন, ততদিন পর্যন্ত প্রকল্পের কাজ বন্ধ রাখতে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আমরা বুধবার (৬ এপ্রিল) আদেশের কপি হাতে পেয়েছি।
জাগরণ/আরকে