• ঢাকা
  • সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ৮, ২০২২, ০৯:৪২ এএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৮, ২০২২, ০৯:৪২ এএম

টেকনাফে অস্ত্রসহ দুই রোহিঙ্গা ডাকাত আটক 

টেকনাফে অস্ত্রসহ দুই রোহিঙ্গা ডাকাত আটক 

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ দুই রোহিঙ্গা ডাকাতকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সদস্যরা।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প এলাকা থেকে ২টি এলজি, ২ রাউন্ড তাজা গুলি ও ৩ রাউন্ড খালি খোসাসহ দুই রোহিঙ্গা ডাকাতকে আটক করা হয়।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক জানান, নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স ডাকাতি সংক্রান্ত গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের ‘সি’ ব্লকস্থ পাঁচ ট্যাংকির মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। ডাকাতদল এপিবিএন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ঘটনাস্থল হতে রোহিঙ্গা ডাকাত নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ আমিনের ছেলে মো: সাদ্দাম (২২) এবং একই ক্যাম্পের বাসিন্দা মৃত মো: হোছনের ছেলে আব্দু সালাম (৬০)। এ সময় তাদের হেফাজত থাকা ২টি এলজি, ২ রাউন্ড তাজা গুলি ও ৩ রাউন্ড খালি খোসা উদ্ধার করতে সক্ষম হয়।

জাগরণ/আরকে