• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ৯, ২০২২, ১২:১৭ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৯, ২০২২, ১২:১৭ পিএম

তাড়াশে দু’গ্রুপের সংঘর্ষে নারীসহ আহত ১৩

তাড়াশে দু’গ্রুপের সংঘর্ষে নারীসহ আহত ১৩

সিরাজগঞ্জের তাড়াশের দেশীগ্রাম ইউনিয়নে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ১৩ জন আহত হয়েছে। 

শুক্রবার (৮ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের ধুলিশ্বর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

আহতরা হলো- আফসার আলী, আকতার হোসেন, সোবাহান হোসেন, আব্দুর রশিদ, বাবর আলী, সানোয়ার হোসেন, নাজমুল ও  নুরুন্নাহার, বুলবুলী খাতুন, হালিমা খাতুন।  

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার ধুলিশ্বরে একটি লিজ নেয়া পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে মোবারক গ্রুপ ও বাবর গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। বাক-বিতন্ডার এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে হামলা, পাল্টা হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে।  এতে প্রায় উভয় পক্ষের অন্তত ১৩ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক জনপ্রতিনিধি জানান,ক্ষমতাসীন দলের এক অঘোষিত নেতার ইন্ধনে এই হামলার ঘটনা ঘটেছে। 

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, একটি লিজ নেয়া পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষের খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। 

জাগরণ/আরকে