• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১০, ২০২২, ১১:১৬ এএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১০, ২০২২, ১১:১৬ এএম

অনুশীলনে যোগ দিতে ভারতের উদ্দ্যেশে কামরুজ্জামান

অনুশীলনে যোগ দিতে ভারতের উদ্দ্যেশে কামরুজ্জামান

ভারতের গোয়ায় অনুষ্ঠিতব্য জাতীয় স্তরের দূষণ প্রতিক্রিয়া অনুশীলনে অংশ নিতে মোংলা ত্যাগ করেছে বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর যুদ্ধ জাহাজ ‘কামরুজামান’।  

শনিবার (৯ এপ্রিল) আড়াইটায় বাংলাদেশ কোস্টগার্ডের মোংলার দ্বীগরাজ ঘাটি থেকে জাহাজটি ছেড়ে যায়। জাহাজটিতে ১৫ জন কর্মকর্তা ১০৬ জন নাবিক এবং ৮ জন অসামরিক ব্যক্তি শুভেচ্ছা সফর করেছেন। সফর কালে অধিনায়কের দায়িত্বপালন করবেন ক্যাপটেন এম কিবরিয়া হক। 

পোতাশ্রয় ত্যাগের প্রাক্কালে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মোসায়েদ হোসেনসহ সফরকারী কোস্টগার্ড সদস্যদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন। 

অনুশীলনে যোগদান ছাড়াও জাহাজটি ভারতের চেন্নাই বন্দর ও শ্রীলংকার কলম্বো বন্দরে শুভেচ্ছা সফর করবে। সফর শেষে আগামী ৩০ এপ্রিল মোংলায় প্রত্যাবর্তন করার কথা রয়েছে।

এসময় কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার মোহাম্মদ মোসায়েদ হোসেন বলেন, এই সফরের ফলে উভয় দেশের মধ্যে সম্পর্ক আরো জোরদার হবে একই সাথে সফরকারী কোস্টগার্ড বাহিনীর সদস্যরা অভিজ্ঞতা অর্জন করবে। সাথে সাথে আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম বয়ে আনবে।

জাগরণ/আরকে