• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১১, ২০২২, ১২:১৫ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১১, ২০২২, ১২:১৫ পিএম

রামুতে অস্ত্রসহ ৭ ডাকাত গ্রেপ্তার

রামুতে অস্ত্রসহ ৭ ডাকাত গ্রেপ্তার

কক্সবাজারের রামু উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (৯ এপ্রিল) দিবাগত রাত ২ টার দিকে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ফরেষ্ট অফিস সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, রাতের বেলায় ওই এলাকায় একটি ছারপোকা গাড়ীসহ বহিরাগত কয়েকজন লোক অবস্থান নেয়। এসময় স্থানীয়রা তাদের সাথে আলাপ করে। তাদের কথায় অসংলগ্নতা ও সাথে অস্ত্র দেখে স্থানীয় জনতা তাদের আটকিয়ে রামু থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে রামু পুলিশ গিয়ে তাদের গ্রেপ্তার করে।

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল হোসাইন জানান, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নিয়ে আটক ডাকাতদের আদালতে প্রেরন করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ডাকাতরা হলো- মো. জসিম (২৮), মো. আরমান (২৪), জসিম উদ্দিন (২৩), নুরুল হাকিম (২২), মো. রুবেল (২২), শহিদুল ইসলাম (২০) ও মিজানুর রহমান (৩৩)। 

এদের মধ্যে ৬ জন কক্সবাজার সদরের বাস টার্মিনাল ও ১ জন ঈদগাঁও এলাকার বাসিন্দা। 

তিনি জানান, ডাকাতদের কাছ থেকে ৭টি দেশীয় অস্ত্র ও ১টি গাড়ি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানাসহ বিভিন্ন স্থানে একাধিক ডাকাতি, হত্যা, অস্ত্র ও ছিনতাই মামলা রয়েছে। 

জাগরণ/আরকে