• ঢাকা
  • শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২২ চৈত্র ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২২, ১১:০৭ এএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৫, ২০২২, ১১:০৭ এএম

ঘোড়াঘাটে আদিবাসীর বাড়িঘর ভাংচুর

ঘোড়াঘাটে আদিবাসীর বাড়িঘর ভাংচুর

ঘোড়াঘাট প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে চাঁদা না পেয়ে ভূমিদস্যু কর্তৃক নাজরিনা মার্ডী নামে এক আদিবাসীর বাড়িঘর ও পাকা সীমানা প্রাচীর ভাংচুর করা হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার ওই আদিবাসী বাদী হয়ে ঘোড়াঘাট থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আবিরের পাড়া গ্রামের নাজরিনা মার্ডী তার দাদার নিকট হইতে দলিলমূলে প্রাপ্ত হইয়া ৩৩ শতক জমিতে দীর্ঘ ৪০ বছর যাবৎ বাড়িঘর তৈরী করে ইটের সীমানা প্রাচীর নির্মাণ পূর্বক ফলজ বাগান লাগিয়ে ভোগ দখল করে আসিতেছেন। এমতাবস্থায় একই উপজেলার শ্যামপুর গ্রামের মৃত ইসমাইল সিংগাদারের ছেলে খোকা সিংগাদার (৪৫) ওই আদিবাসীর নিকট চাঁদা দাবি করে না পেয়ে দলবল নিয়ে ১১ এপ্রিল বাড়ির মালিকের অনুপস্থিতিতে ভূমিদস্যু খোকা সিংগাদারসহ তার অজ্ঞাতনামা ৬/৭ জনের সন্ত্রাসী বাহিনী নিয়ে বাড়িঘর ও সীমানা প্রাচীর ভাংচুর করে এবং মামলা না করাসহ বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকী প্রদর্শন করে আসছেন। 

অভিযোগের বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবিরের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, এ সংক্রান্ত একটি অভিযোগ হাতে পেয়েছি, তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জাগরণ/আরকে