
সাপ্তাহিক ও নববর্ষ পহেলা বৈশাখের ছুটি শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। সেই সাথে বন্দরে অভ্যন্তরে পানামা পোর্টে পণ্য লোড-আনলোডের কার্যক্রম স্বাবাভিক হয়েছে।
শনিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় দুই দেশের মাঝে আমদানি-রপ্তানি শুরু হয়েছে বলে জানিয়েছেন বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের বন্দর বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম সুইট।
বন্দর বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম সুইট বলেন, বাঙালির বাংলা নববর্ষ (পহেলা বৈশাখ) উপলক্ষে দু-দেশে সরকারি ছুটি থাকায় দুই দেশের ব্যবাসয়ীদের সিদ্ধান্ত মোতাবেক পহেলা বৈশাখ বৃহস্পতিবার এবং সাপ্তাহিক ছুটি শুক্রবার থাকায় আমদানি-রপ্তানি বন্ধ ছিল। এই টানা দুই দিন বন্ধ শেষে শনিবার সকাল থেকে এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।
জাগরণ/আরকে